এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ প্রতিনিধি >>
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় খায়ের আহমদ (৪৫) নামের হতদরিদ্র এক ভ্যান চালককে নিজস্ব অর্থায়নে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর উপহার দিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক ও দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক এম.ফয়েজ আহমদ টিপু। পরিবারকে নিয়ে থাকার অনুপযোগী ভাঙা ঘরটির স্থলে নতুন সেমিপাকা ঘর পেয়ে মহাখুশি খায়ের আহমদ।
জানা যায়, দোহাজারী পৌরসভার কিল্লাপাড়া গ্রামের হতদরিদ্র ভ্যান চালক খায়ের আহমদ শারীরিকভাবে অসুস্থ্য হওয়ায় আয় রোজগার তেমন একটা করতে পারেন না।দুবেলা দুমুঠো খাবার যোগাড় করতে হিমশিম খেতে হয়।
অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন তিনি। থাকার ছোট্ট ঘরটি ছাড়া আর কোন সহায় সম্বলও নেই তাঁর। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভাঙা ঘরে বসবাস করে আসলেও ঘরটি মেরামত করতে পারছিলেন না তিনি।
খায়ের আহমদের কষ্টকে উপলব্ধি করে তা লাঘবের জন্য তাঁর ভাঙা ঘরটির স্থলে তাঁকে সেমিপাকা ঘর উপহার দেওয়ার পরিকল্পনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক এম.ফয়েজ আহমদ টিপু। ওই পরিকল্পনা থেকেই তিনি তাঁর নিজস্ব অর্থায়নে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর তৈরী করার উদ্যোগ নেন।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে খায়ের আহমদের হাতে হস্তান্তর করা হয়। ঘরটির উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এসময় সাথে ছিলেন দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য এসএম জামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক এম.ফয়েজ আহমদ টিপু, উপজেলা আওয়ামী লীগ সদস্য বেলাল হোসেন মিঠু, আওয়ামী লীগ নেতা ফজলুল করিম, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা সেলিম উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক প্রবীন দাশ সুমন, দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মশিউর রহমান রাশেদ, সাধারণ সম্পাদক আলম খান, বৈলতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম আজাদ, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি আসিফ মোস্তফা, সমাজসেবক নুরুল আলম বাচন, আবু তাহের সওদাগর, জানে আলম, মো. শফি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক আজম খান, শাহজাহান প্রমূখ।
চাবি হস্তান্তরকালে জনাব মফিজুর রহমান বলেন, বিত্তশালীরা নিজ নিজ এলাকার হতদরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসলে সমাজ এবং এলাকার মানুষ অনেক বেশী উপকৃত হবে।
যার যার অবস্থান থেকে অসহায় ও দুঃখী মানুষের পাশে থেকে কাজ করার আহবান জানান তিনি।
+ There are no comments
Add yours