এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ >>
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধিমালা, ২০১৬ মোতাবেক ৮ ধারা ভঙ্গ করায় চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৮ ডিসেম্বর বিকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের কাছ থেকে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।
আচরণবিধি লংঘনের দায়ে যাদের জরিমানা করেন তারা হলেন, আলমগীরুল ইসলাম চৌধুরী, চশমা প্রতীক, ১০০০, চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দীন ঘোড়া প্রতীক ২০০০, জসিমউদ্দীন,অটোরিক্সা প্রতীক ১০০০ মোজাম্মেল হক, আনারস প্রতীক ৩,০০০ মো: খোরশেদ বিন ইসহাক, নৌকা প্রতীক ৩,০০০ টাকা।মেম্বার প্রার্থী আব্দু ছবুর, হাশিমপুর ওয়ার্ড ১নং ওয়ার্ড নং ০১ টিউবওয়েল প্রতীক, ৫০০,মোহা: আবু বক্কর, হাশিমপুর ০৫ নম্বর ওয়ার্ড, টিউবওয়েল প্রতীক, ১,০০০ টাকা
এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় মুন্না কম্পিউটার ৫০০,মো: আমির ৫০০, মো: আবদুল মোবিন ২,০০০, মুবিনুর রহমান ৫০০ টাকাসহ সর্বমোট ১৫,০০০/- টাকা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আদায় করা হয়।
+ There are no comments
Add yours