আজিজুল হক চৌধুরী >>
চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ম ধাপে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দিন রাতে গণসংযোগ এ ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা।
চলছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, উঠান বৈঠক, জনবহুল স্থানে ও হাট-বাজারে নিবার্চনী সভা-সমাবেশ। পাশাপাশি ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। প্রতিক বরাদ্দের পরপর পুরো উপজেলায় গাছের ডালে, রাস্তার উপর, চায়ের দোকানের দেয়ালে টাঙ্গানো হয়েছে প্রতীক, পরিচিতি ও বাণী সম্বলিত বাহারি ধরনের সাদা-কালো পোষ্টার-ব্যানার। দুপুর দু’টার পর প্রত্যেক পাড়া-মহল্লা, বাজার ও বিভিন্ন সড়কে নিজ নিজ প্রার্থীদের পক্ষে চলছে মাইকিং।
পাশাপাশি প্রচারণা চলছে মোবাইল ফোনে এসএমএস এবং সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের পোস্টার শেয়ার করার মধ্য দিয়ে। কোন ইউনিয়নে কে কে হবেন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ।
ভোটারদের কাছে গিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিগত দিনের এলাকার উন্নয়নের ফিরিস্থি তুলে ধরছেন। আর স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যানদের অতীত ভুল ভ্রান্তি তুলে ধরে নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন।
এদিকে, উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে শাকপুরা বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন সোহেল, সারোয়াতলীতে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এ,এম,এম ইউছুপ চৌধুরী, চরনদ্বীপ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন খাঁন, শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন দলের গঠনতন্ত্র লংঘন করে দলীয় প্রার্থীর বিপরীতে নির্বাচন করায় ইতিমধ্যে দল থেকে বহিস্কার করা হয়েছে।
নিবার্চন অফিস সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হচ্ছে, শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, চরনদ্বীপ, শ্রীপুর-খরনদ্বীপ, আমুচিয়া ও আহল্লা করলডেঙ্গা।
এবারে চেয়ারম্যান পদে ২৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ২৭২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠে রয়েছেন। নির্বাচনী মাঠে রয়েছেন শাকপুরা ইউপিতে আব্দুল মান্নান মোনাফ (নৌকা), নুরুল ইসলাম (হাত পাখা), মো. আবদুল মালেক (চেয়ার) ও গিয়াস উদ্দীন (আনারস)।
সারোয়াতলী ইউপিতে মো. বেলাল হোসেন (নৌকা), এ.এস.এম মহিউদ্দীন চৌধুরী (চেয়ার) ও এ এম এম ইউসুফ চৌধুরী (আনারস)। পোপাদিয়া ইউপিতে এসএম জসিম উদ্দীন (নৌকা) ও বাবু দাশ (আনারস)।
চরণদ্বীপ ইউপিতে মোঃ শামশুল আলম (নৌকা) মো. নুরুল আমিন খান (আনারস), মুহাম্মদ শোয়াইব রেজা (চশমা), মো. মোস্তাফা কামাল (স্বতন্ত্র) ও রহমত আলী চৌধুরী (স্বতন্ত্র)। শ্রীপুর-খরণদ্বীপ ইউপিতে মোহাম্মদ মোকারম (নৌকা), জমির উদ্দীন (আনারস), খালেদ সাইফুল্লাহ (হাত পাখা), মো. ইকবাল (স্বতন্ত্র) ও মো. নাঈম উদ্দীন (স্বতন্ত্র)।
আমুচিয়া ইউপিতে কাজল দে (নৌকা) ও অনুপম বড়ুয়া পারু (কুড়ি ঘর)। আহলা করলডেঙ্গা ইউপিতে মনছুর আহাম্মদ বাবুল (নৌকা), হামিদুল হক মান্নান (আনারস), মো. মোহরম আলী (স্বতন্ত্র), মো. মাহাবুবুল আলম সিদ্দিকী (স্বতন্ত্র) ও মো. সায়েম (স্বতন্ত্র)।
+ There are no comments
Add yours