মুজিবুল্লাহ আহাদ >>
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা মরিয়ম নগর ইউনিয়নের মাইজপাড়া বালুগোট্টা ৬ নং ওয়ার্ড এলাকায় এই ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায় ৮ টি দোকান ৬ টি বসতঘর।
রাঙ্গুনিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
অগ্নিকান্ডে পুড়ছে বসতঘর ও দোকান। ফায়াসার সার্ভিসের কর্মী ও সাধারণ মানুষ আগুন নিভাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।
দীর্ঘ প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। মরিয়মনগর ব্যাংক এলাকা থেকে ঘটনাস্থলে আসার সড়ক ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি যেতে বেগ পেতে হয়েছে বলে জানান স্থানীয়রা।
মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু খবর বাংলা ২৪ কে জানান শুক্রবার ৩১ ডিসেম্বর সকালের দিকে একটি চায়ের দোকানের গ্যাসের চুলা থেকে আগুন ধরে মুহুর্তে তা চারপাশে ছড়িয়ে পড়ে ৮টি দোকান ও ৬টি বসতঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তরা হলেন, আবদুল জলিলের বসতঘর ও একটি চায়ের দোকান, মো. সাদেকের ফলের দোকান, মো. রফিকর চাউলের দোকান, মো. রকির মালিকানাধীন দোকানসহ চাউল-হলুদ-মরিচ-মশলা ভাঙানোর মেশিন, মো. জলিল সওদাগরের ফলের দোকান, মো. সাজ্জাদের ফার্নিচারের দোকান, রেজাউল করিম ও মো. ইসমাইলের চা দোকান। এছাড়া আবদুল মালেক, আবদুল কাদের, ইউসুফ মাঝি, আবদুল সফুর ও মোহাম্মদ মুছার বসতঘর পুড়ে যায়।
+ There are no comments
Add yours