ফাইতং প্রাথমিক বিদ্যালয় বিনামুল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদক ::

বছরের শুরুতে নতুন বই পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারাদেশে বছরের ১ম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন।

বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নের সুনামধন্য বিদ্যাপীঠ খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ২০২২ ইং শিক্ষা বর্ষের বই বিতরণ করেন, শনিবার (পহেলা জানুয়ারী) সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ইউনিয়ন পরিষদের সাবেক সফল দুই বার প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর)।

নতুন বছরকে স্বাগত জানিয়ে ২০২১সাল বিদায় দিয়ে বছরের ১ম দিনে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ।

উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন পরিষদের সাবেক সফল দুই বার প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর, খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও অন্যতম ব্যক্তিত্ব মোঃ শফি,পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম রিপন বিদ্যালয় সহকারী শিক্ষক বজলুল করিম ও বিদ্যালয়ের শিক্ষকগণ, অভিভাবক মন্ডলি সহ প্রমুখ।

বই বিতরণী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান জুবাইরুল ইসলাম বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, সেই শিক্ষাকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে, আজকের শিশু আগামীর কর্ণধার।

বছরের ১ম দিনে ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। বছরের শুরুতে বই তুলে দেয়া এটা প্রধানমন্ত্রীর ঘোষণা। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দ ।

বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শফি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের শুধু বই নিয়ে গেলে চলবেনা মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে।

মা-বাবা ও শিক্ষকদের কথা মেনে চলতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলা বিনির্মান করতে হবে। তিনি এ বিষয়ে শিক্ষার্থীর অভিভাবকদের আরো সচেতন হওয়ারও আহবান জানান।

পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours