আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি ::
ঝালকাঠি বাসটার্মিনালের অফিস কক্ষে মঙ্গলবার পিরোজপুরের এক সিনিয়র বাস চালক অরবিন্দ কুমার দাসকে অফিস কক্ষে আটকে রেখে বেদরক মারধরের অভিযোগ পাওয়া গেছে ।
উক্ত ঘটনায় অনির্দিষ্টকালের জন্য খুলনা-বরিশাল ভায়া ঝালকাঠি রুটে সরাসরি সকল ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে ।
বুধবার (৫ জানুয়ারী) জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হান্নান শেখ জানান বিষয়টির সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।
ভিকটিম অরবিন্দ কুমার দাস অভিযোগ করেন কিছু বাস চালক প্রায়ই বরিশাল থেকে মঠবাড়িয়া রুটে যাওয়ার সময়ে পথ থেকে গাড়ীতে যাত্রী তোলেন,যাহা সম্পূর্ন নিয়ম বর্হিভূত ।
এ ব্যাপারে একাধীকবার নিষেধ করা সত্যেও তাহারা রিতীমত খামখেয়ালী করে আসতেছে ।
সর্বোপরী আমি বাধা দেওয়ায় মঠবাড়িয়া থেকে গাড়ী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন ঝালকাঠি পৌঁছামাত্র বাসচালক সুমনের নেতৃত্বে বাসের হেল্পার,সুপার ভাইজার ও আরো অজ্ঞাত কিছু লোক নিয়া আমাকে বেধরক মারধর করে এবং সাথে থাকা ৩৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে অফিস কক্ষে আটকে রাখে ।এহেনও ঘটনার ভিটটিম অরবিন্দ কুমার দাস কতৃপক্ষের নিকট সুষ্ঠ বিচারের দাবী করছেন ।
+ There are no comments
Add yours