আমির হোসেন, ঝালকাঠি ::
পটুয়াখালীর দশমিনায় লোকালয়ে এসে জনতার হাতে ধরা পড়লো চিতা বাঘের একটি শাবক।
বুধবার (০৫ জানুয়ারি) বিকালে উপজেলার বহরমপুর দক্ষিন আদমপুর গ্রামের একটি পাতাবনের পাশের রাস্তা থেকে স্থানীয় লোকজন চিতা বাঘের শাবকটি আটক করে।
স্থানীয় দিপু, সাকিব ও বায়জিদ জানান, তারা বিকালে রাস্তার ধারে গেলে দেখতে পান স্থানীয় একটি পাতাবনে পাশের রাস্তায় লোকালয়ে কয়েকটি চিতা বাঘের শাবক, তখন বায়জিদ নামে এক যুবক একটি শাবক ধরে ফেলে।
খবর পেয়ে উৎসুক জনতা চিতা বাঘের শাবকটি দেখতে ভিড় জমায়।ধারনা করা হচ্ছে, পাতাবনের মধ্যে মা বাঘটি কয়েকটি শাবক জন্ম দিয়েছে।শাবক দেখতে পেয়ে কৌশলে আটক করেন স্থানীয় লোকজন।পরে বিষয়টি তারা স্থানীয় চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সোহাগকে জানান।
এ ব্যাপারে দশমিনা উপজেলা বন কর্মকর্তা অমিতাব বিশ্বাস বলেন, ইউপি চেয়ারম্যান আমাকে চিতা বাঘের শাবক আটকের বিষয়টি জানিয়েছে। খবর পেয়ে বনবিভাগের কর্মীরা গিয়ে শাবকটি উদ্ধার করে অবমুক্ত করে দিয়েছেন।
+ There are no comments
Add yours