চট্টগ্রামে একদিনেই করোনা আক্রান্ত ৮২

Estimated read time 0 min read
Ad1

অনিন্দ্য নয়নঃ

চট্টগ্রাম:বৈশ্বিক চলমান করোনা মহামারীতে নতুন করে চট্টগ্রামেও ক্রমশই বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামেও ৮২ জন নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। সর্বশেষ আক্রান্তরা সহ চট্টগ্রামে মোট করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০২৯০৪ জনে। এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে মোট ১৩৩৩ জন।

শুক্রবার ৭ জানুয়ারি ২২ ইং সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জনকে করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়। ফলাফল অনুযায়ী চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ৪.৪১ শতাংশ। পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২ জনের, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৫ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৮ জনের, অ্যান্টিজেন টেস্টে ৫ জনের, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জনের, শেভরন হাসপাতাল ল্যাবে দুজনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪ জনের, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৫ জনের, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১০ জনের ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষায় করোনার জীবাণু শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭৪ জন চট্টগ্রাম নগরীর এবং আটজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours