অনিন্দ্য নয়ন,চট্টগ্রাম:
নতুন বছরের শুরুতেই চট্টগ্রামে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সর্বশেষ তথ্যানুযায়ী বিগত ২৪ ঘণ্টায় ৪.৯৬ শতাংশ হারে চট্টগ্রামে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৬ জন। এরমধ্যে ৭১ জন চট্টগ্রাম মহানগরীর এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শনিবার ৮ জানুয়ারি ২২ ইং সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়।
এ বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১৫৩০ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত করা হয়েছে।
নমুনা পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৬ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৩ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৪ জনের নমুনায় করোনার জীবানু শনাক্ত করা হয়।
+ There are no comments
Add yours