অনিন্দ্য নয়ন >>
সারা বিশ্বে নতুন করে ছড়িয়ে পড়া করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় অনুষ্ঠান ও সভা সমাবেশ বন্ধের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
সুপারিশের প্রেক্ষিতে দুই-একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার ৮ জানুয়ারি ২২ ইং দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।
তিনি আরও বলেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা আগের চেয়ে ৪০০ গুণ বেশি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিত এখনেও হয়নি। আক্রান্তের হার অতিরিক্ত বৃদ্ধি পেলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
চলমান ইউপি নির্বাচনসহ ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। নিয়ম না মানলে দেশকে হুমকির মুখে ঠেলে দেওয়া হবে।
+ There are no comments
Add yours