অনিন্দ্য নয়নঃ
১২ বছরের বেশী বয়সী শিক্ষার্থীরা নিবন্ধন ছাড়া টিকাকেন্দ্রে গেলেই করোনা টিকা পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। এ ক্ষেত্রে টিকা নিতে শিক্ষার্থীদের নিবন্ধনের প্রয়োজন হবে না।
সোমবার ১০ জানুয়ারি ২২ ইং সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা নিজ নিজ আইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। এক্ষেত্রে কারো আইডি কার্ড না থাকলে রেজিস্ট্রেশন কার্ড দেখালেও টিকা দেওয়া হবে।দেশে ১২ থেকে ১৮ বছর বয়সী মোট শিক্ষার্থী ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন।
এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৪৪ লাখ, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ জনকে। মোট টিকা দেওয়া হয়েছে ৪৮ লাখ ১৯ হাজার ৫৪৪ জনকে। প্রথম ডোজ বাকি আছে ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ জনের।
নির্দেশনা অনুযায়ী ৩৯৭ টি উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে, ৩ টি উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে , ৫৬ টি উপজেলায় ২০ জানুয়ারির মধ্যে, ১৫ টি উপজেলায় ২২ জানুয়ারির মধ্যে, ৩৫ টি উপজেলায় ২৫ জানুয়ারির মধ্যে এবং ১১ টি উপজেলায় ৩১ জানুয়ারির মধ্যে টিকাদান সম্পন্ন করতে হবে।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আরো বলেন, এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করব না, যেভাবে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছিল; সেভাবেই চলবে।
১২ জানুয়ারির মধ্যে যারা এক ডোজ টিকা নিয়েছে তারা ক্লাসে আসবে, বাকিরা অনলাইনে ক্লাস করবে আর অ্যাসাইনমেন্ট জমা দেবে। সবার অন্তত এক ডোজ টিকা নেওয়া হলে তারপর থেকে তারা সশরীরে ক্লাস করতে পারবে।
+ There are no comments
Add yours