অনিন্দ্য নয়ন ::
বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট ওমিক্রনের আঘাত শেষ না হতেই নতুন একটি ভ্যারিয়েন্ট সনাক্ত হয়েছে পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে।
সাইপ্রাসের বিজ্ঞানীরা নতুন এই ভ্যারিয়েন্টকে ‘ডেল্টাক্রন’ নামে অভিহিত করেছেন।নতুন সনাক্ত হওয়া ‘ডেল্টাক্রন’ নামের এই ভ্যারিয়েন্টে ওমিক্রন এবং ডেলটা ভ্যারিয়েন্টের কিছু জিনের উপস্থিতি পাওয়া গেছে।
ইউনিভার্সিটি অব সাইপ্রাসের বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ল্যাবরেটরির প্রধান ডাঃ লিওনডিওস কোস্ত্রিকিস বলেছেন, হাসপাতালে ভর্তি রোগীদের দেহে এই ভ্যারিয়েন্টের বারবার মিউটেশন ঘটেছে।
নতুন ভ্যারিয়েন্টের সাথে হাসপাতালে ভর্তির সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করেছেন তিনি।ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাসে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের নমুনায় ডেল্টাক্রন শনাক্ত হয়েছে।
+ There are no comments
Add yours