অনিন্দ্য নয়নঃ
বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদার এর ৮৯ তম ফাঁসি দিবসে পুস্পিত শ্রদ্ধাঞ্জলী প্রাদান করেছে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ।
বুধবার ১২ জানুয়ারি ২২ ইং সকাল ৯ টায় এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে প্রাঙ্গনে মাস্টারদা ‘র আবক্ষ মূর্তিতে পুস্পিত শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
শ্রদ্ধাঞ্জলী প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, বিপ্লবীদের স্বার্থক উত্তরসূরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। কিন্তু, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী , মুজিব শতবর্ষ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ পালনের মধ্যদিয়ে স্বাধীনতার অস্তিত্ব রক্ষার অনেক প্রসংশনীয় ভূমিকা রাখলেও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বিপ্লবীদেরকে কোন সম্মান প্রর্দশন করা হয়নি।
প্রতিদিন কোন না কোন দিবস আমরা পালন করলেও বিপ্লবীদের কোন দিবস রাষ্ট্রীয় ভাবে পালন না করায় বক্তারা এসময় দু:খ প্রকাশ করেন।
বিপ্লবী মাস্টারদা সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদার এর ৮৯ তম ফাঁসি দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র কোন বাণী না আসার কারণেও আমরা মর্মাহত।
বক্তারা আরো বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ঐতিহাসিক নিদর্শন চট্টগ্রাম কারাগারে ফাঁসির মঞ্চে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার’র নাম ও ম্যুরাল সংযুক্ত করার ব্যাপারে প্রশাসনের নিরব ভূমিকা হতাশাজনক। মাস্টারদা সূর্য সেন এর বাড়িঘর সরকার রক্ষা করলেও একেই সাথে আত্মোৎসর্গকারী বিপ্লবী তারকেশ্বর দস্তিদার এর বাড়ি ঘর জায়গা জমি গুলো উদ্ধার করার কোন পরিকল্পনা সরকার গ্রহণ করেনি। তাই এই মহান বিপ্লবীর বাড়ি ঘর গুলি রক্ষা করে আগামী প্রজন্মের জন্য ঐতিহাসিক নিদর্শন হিসেবে রেখে যাওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
পুস্পিত শ্রদ্বাঞ্জলি প্রদানের সময় পরিষদের সভাপতি শিক্ষক অঞ্জন কান্তি চৌধুরী, সহ-সভাপতি শিক্ষক কৃষ্ণ শেখর দত্ত, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, উপদেষ্টা শিক্ষক বিজয় শংকর চৌধুরী, অর্থ-সম্পাদক তপন ভট্টাচার্য্য , বিপ্লবীপুত্র নন্দন কিশোর চৌধুরী, সাংবাদিক জসীমউদ্দিন, রুবেল পাল , কবি সজল দাশ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours