অনিন্দ্য নয়নঃ
চট্টগ্রাম জেলা কারাগারে সংরক্ষিত বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেন ও তার বিশ্বস্ত সহযোগী তারকেশ্বর দস্তিদার এর ফাঁসির মঞ্চে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ নেতৃবৃন্দ।
বুধবার ১২ জানুয়ারি সন্ধ্যায় মাস্টারদা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদার এর ৮৯ তম ফাঁসি দিবস উপলক্ষে এই ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
কারা অভ্যন্তরে মাস্টারদা সূর্যসেন এর আবক্ষ প্রতিকৃতি’র সামনে দাঁড়িয়ে উপস্থিত কারারক্ষী ও জেলার এর উপস্থিতিতে বিপ্লবী মাস্টারদা সূর্যসেন ,বিপ্লবী তারকেশ্বর দস্তিদার সহ অন্যান্য বিপ্লবীদের ত্যাগের কথা এবং ১৯৩৪ সালে ব্রিটিশদের নিষ্ঠুর অত্যাচারের কথা বর্ণনা করেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক।
এসময় পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য , সাংবাদিক মোঃ জসীমউদ্দিন, সিনিয়র জেল সুপার সহ পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours