অনিন্দ্য নয়নঃ
কক্সবাজারের বঙ্গোপসাগরের মহেশখালী সোনাদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে তিনটি দেশীয় বন্দুক ও ১১টি গুলি সহ
নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১) নামের ৬ জনকে আটক করেছে র্যাব-১৫।
শুক্রবার ১৪ জানুয়ারি ২২ ইং রাত ১২ টায় এ অভিযান চালানো হয়।র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, মহেশখালী চ্যানেলে ডাকাতির জন্য কয়েকজন অবস্থান করছে খবরে র্যাব সদস্যরা জেলে ছদ্মবেশে মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে রাত ৯টা থেকে অভিযান শুরু করে।এক পর্যায়ে রাত ১২ টার দিকে একটি ট্রলারে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখা যায়। এ সময় কৌশলে ট্রলারটিকে ঘেরাও করে ছয়জনকে জনকে আটক করা হয়।পরে ওই ট্রলারে তল্লাশি করে দেশীয় তিনটি বন্দুক ও ১১টি গুলি জব্দ করা হয়।”
তিনি আরো জানান, আটকরা দীর্ঘদিন ধরে সাগরে জলদস্যুতা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
+ There are no comments
Add yours