- খবর ডেস্ক:

করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি থেকে পরিবেশ অনুকূলে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ১৫ দিন পূর্বে নোটিশ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশে করোনার সংক্রমণ কমে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছিল কিন্তু তারাও পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছেন।
আমরা আমাদের বিপুল পরিমাণ শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। সামনে এইচএসসি পরীক্ষা। এত বড় পাবলিক পরীক্ষা সেখানে শিক্ষার্থীর সংখ্যাই ১৪ লাখ। অনূকুল হওয়া মাত্রই পরীক্ষা নেয়া হবে। সেক্ষেত্রে তাদের ১৫ দিন সময় দেয়া হবে। কিন্তু পরীক্ষা নেবার মতো একটা পরিস্থিতি হতে হবে।
+ There are no comments
Add yours