অনিন্দ্য নয়নঃ
চট্টগ্রাম নগরীতে সিএনজি ট্যাক্সিতে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং অপরাধ রোধে চট্টগ্রাম
মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র ‘আমার গাড়ি নিরাপদ’ কর্মসূচীর আওতায় রেজিষ্ট্রেশনকৃত গাড়িতে কিউআর (QR) কোড সম্বলিত স্টিকার স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২০ জানুয়ারি সকালে এ উপলক্ষে নগরীর জিইিসি মোড়, বাদামতলী মোড়, টাইগারপাস মোড়, বহদ্দারহাট ও সিমেন্ট ক্রসিং মোড়ে বিশেষ কার্যক্রম পরিচালিত হয়।
কিউআর (QR) কোড সম্বলিত স্টিকার স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি’র ডিসি ট্রাফিক (উত্তর) জয়নুল আবেদীন।এসময় চালকদের বিশেষ পরিচয়পত্র প্রদান ও টি-শার্ট বিতরণ ও করা হয়।
এ উপলক্ষে ডিসি ট্রাফিক (উত্তর) জয়নুল আবেদীন বলেন, বিশেষ এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে, যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করা।
অনেক ক্ষেত্রে গাড়ীতে যাত্রীরা বিভিন্ন মালামাল হারিয়ে ফেলেন। এই কার্যক্রমের মাধ্যমে যাত্রীরা তাদের মালামাল সহজেই ফেরত পাবে। চালকের একটা পরিচয় থাকবে। গাড়িরও একটা পরিচয় সম্বলিত আইডি থাকবে। গাড়ী এবং চালকের আইডি স্ক্যান করে চালক ও মালিকের তথ্য পাবেন যাত্রীরা। ফলে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি থেকে সুরক্ষা পাওয়া যাবে।
এসি ট্রাফিক(উত্তর) মমতাজ উদ্দীন এর দিক-নির্দেশনায় টিআই (মোহরা) মোঃ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে নগরীর বহদ্দারহাট মোড় ট্রাফিক বক্সের সামনে কিউআর (QR) কোড সম্বলিত স্টিকার স্থাপন, চালকদের বিশেষ পরিচয়পত্র প্রদান ও চালকদের জন্য বিশেষ টি-শার্ট প্রদান কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পিআই (চাঁন্দগাও) আশিকুর রহমান সহ বহদ্দারহাট ও মোহরা পুলিশ বক্সের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে টিআই (মোহরা) মোঃ মোশাররফ হোসেন বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিএমপি। ট্রাফিক ব্যবস্থাকে জনবান্ধব ও নিরাপদ করার লক্ষ্যে এবং অপরাধমূলক কর্মকান্ড ঠেকাতে এই বিশেষ স্টিকার, চালকের পরিচয়পত্র প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে জনগণ সহজেই গাড়ীর চালক এবং মালিক সম্পর্কে তথ্য জানার সুযোগ পাবে এবং তাৎক্ষণিক কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে পুলিশের সাহায্য নিতে পারবে।
কার্যক্রমের উদ্বোধনকালে এডিসি ট্রাফিক (উত্তর) মো. কাজী হুমায়ন রশিদ, এসি ট্রাফিক (উত্তর) মমতাজ উদ্দীন, উত্তর ট্রাফিক (প্রশাসন) সেলিমুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours