মোঃ জয়নাল আবেদীন,সীতাকুন্ড প্রতিনিধি ::
সীতাকুণ্ড সরকারী উচ্চ বিদ্যালয় সড়কের বেহাল দশায় ভোগান্তির শিকার স্থানীয় ও চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ এই সড়ক অবহেলিত হয়ে পড়ে থাকলেও নেই কোন তদারকি।সড়কের বড় বড় গর্ত হাঁটার ক্ষেত্রে প্রতিবন্ধতা সৃষ্টি সহ নানা ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা।
জনপ্রতিনিধিরা উন্নয়নের জয়গান গেয়ে থাকলেও বাস্তবে ভিন্ন রুপ দেখা যায়।সড়কের উন্নয়নে এবং নির্বাচনী ইশতেহারে নানা কথা বলতে শোনা গেলেও কাজের বেলায় ঠুংকো মনোভাব লক্ষ্য করা যায়। সীতাকুণ্ড পৌরসভার পাশে ঘেঁষে চলা সড়কের করুণ পরিস্থিতি দেখে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাই।
স্থানীয় ও শিক্ষার্থীরা ব্যতিত এই সড়কে যানবাহন চলাচলেও বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারে চালকরাও।উঁচু নিচু টিলা ও সড়কের ধুলোবালিতে অতিষ্ঠ জনজীবন।সীতাকুণ্ডের স্বনামধন্য স্কুল সড়ক খানাখন্দে ভরা এবং দিন দিন সড়কের বিলুপ্ত হওয়ার শঙ্কা দেখা দিচ্ছে।
স্কুল সড়কের নামে রেলওয়ে পুকুর পাড়ে একটি রাস্তার উন্নয়ন হলেও মূল সড়কের উন্নয়ন গায়েব।সরেজমিনে গিয়ে সীতাকুণ্ড পৌর ভবনের পাশে এমন সড়ক দেখলে চোখ আঁতকে উঠবে যে কোন মানুষের।মিডিয়া ও গণমাধ্যমে এই নিয়ে একাধিকবার নিউজ আসলেও কারো কোন মাথাব্যথা নেই বললেই চলে।
এই বিষয়ে স্কুল শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, প্রতিদিন স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে আমাদের ভীষণ ভোগান্তি পোহাতে হচ্ছে।এছাড়া নানা ধরনের দুর্ঘটনার শিকার ও হচ্ছি।জনপ্রতিনিধিরা সড়কের উন্নয়নের আশ্বাস দেয় কিন্তু বাস্তবে উন্নয়নের লেশমাত্র নেই।বিশেষ করে বর্ষাকালে সমস্যা প্রকট আকার ধারণ করে।
রোগীদের হাসপাতালে নেয়ার পথে রিক্সা বা সিএনজি অতিরিক্ত ভাড়া দাবি করে।রিক্সা গর্তে পতিত হলে দুর্ঘটনায় হাত পা মারাত্মকভাবে জখম হয়।তবে এই বছরের মধ্যে সড়কটির কাজ শুরু হবে বলেও জানান তারা।
স্থানীয়রা জানায়,সীতাকুণ্ড কলেজ রোড সংলগ্ন গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন না হওয়া বড় ধরনের গাফিলতি দেখছি।হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকরা অতিষ্ঠ হয়ে গেছে সড়কের এমন বেহাল দশা দেখে।যেখানে রিকশা,সিএনজি,মাইক্রো কার চলাচলেও দুর্ঘটনা অবশ্যম্ভাবী বলে জানান তারা।
সীতাকুণ্ড সরকারী উচ্চ বিদ্যালয় সড়কের উন্নয়নের ব্যাপারে পৌর মেয়রের কাছে জানতে চাইলে তিনি বলেন,একি সড়কে পৌর ভবনের আরেকটি ভবনের নির্মান কাজ চলছে।পৌর ভবনের এই দালানের কাজ সম্পন্ন হলেই সীতাকুণ্ড সরকারী উচ্চ বিদ্যালয় সড়কের কাজ শুরু হবে।
তিনি আরো বলেন,নতুন ভবনের কাজের জন্য মালামাল আনতে যাতে অসুবিধা না হয় তাই সর্বপ্রথম এই দালানের কাজ শুরু করেছি।নির্মানাধীন ভবনের ঠিকাদার দ্বারা সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় সড়কের কাজ করবে বলে জানান তিনি। এছাড়া অবহেলিত স্কুল সড়কের সাথে পৌর ভবনের বাজেট হয়েছে বলে জানা গেছে।
+ There are no comments
Add yours