পুলিশের বিরুদ্ধে আটককৃত আসামী ছেড়ে দেওয়ার অভিযোগ

Estimated read time 1 min read
Ad1

বোয়ালখালী প্রতিনিধি ::

চট্টগ্রামের বোয়ালখালীতে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলার আটককৃত আসামী ছেড়ে দিতে সহযোগিতা করার অভিযোগ বাদী পক্ষের।এ জন্য মানববন্ধন ও সংবাদ সম্মেলনও করেছে ভুক্তভোগীর পরিবার।

বুধবার (২৬ জানুয়ারী) বিকাল ৪টায় বোয়ালখালী উপজেলা প্রশাসনের সামনে ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।

অভিযোগে জানা যায়- ২০২১ সালের ১২ অক্টোবর পশ্চিম গোমদন্ডীর ৯নং ওয়ার্ডের গোয়াজ তালুকদার বাড়ীর আবু জাফরের মেয়ে মেহেরুনেছাকে তার শ্বশুর বাড়ী একই উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুজতআলী মুন্সির বাড়ীর জেবল হোসেনের পুত্র মোঃ ইদুমিয়া (৩২)বসত ঘরের ভিতরে হত্যা কান্ডের শিকার হয়।

এ ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে ৬জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় আসামী গ্রেপ্তারে পুলিশের ঢিলেঢালা অভিযান অব্যাহত থাকলেও গত ২৫ জানুয়ারি বেলা ১টার দিকে বাদী পক্ষ হঠাৎ মামলার ৩নং আসামী পারভীন আক্তারকে অবাধ ঘুরাফেরা করতে দেখে তা পুলিশকে জানান, পুলিশ আসছে আসছে এভাবে বলতে থাকলে এক পর্যায়ে আসামী পালিয়ে যেতে চাইলে বাদী পক্ষ পুলিশের পরামর্শে ঐ আসামীকে ঘেরাও-আটক করে থানায় মামলার তদন্তকারী অফিসার হিমেল চাকমার নিকট নিয়ে গেলে তিনি আসামী অসুস্থ বলে স্থানীয় হাসপাতালে ভর্তি করান।ভর্তি থাকা অবস্থায় হিমেল চাকমার উপস্থিতিতে আসামী উধাও হয়ে যায়।

এদিকে একটি হত্যা মামলার আসামী পুলিশের পরামর্শে বাদী কর্তৃক আটক আসামী উধাও বা পালিয়ে যাওয়ায় বাদী পক্ষ ফুঁসে উঠতে শুরু করে।

এক পর্যায়ে ২৬ জানুয়ারি বিকাল ৪টায় দিকে থানা পুলিশ কর্তৃক আটককৃত হত্যা মামলার আসামী ছেড়ে দিতে সহযোগিতা ও ভূমিকা রাখার অভিযোগে উপজেলা প্রশাসনের সামনে ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধনত্তোর সংবাদ সম্মেলন করেন।

এ বিষয়ে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. আলী আজগর জানান- ২৬ জানুয়ারী দুপুর ১টা ৩০মিঃ দিকে এ রোগীকে চমেক এ রেফার করা হয়েছে।

অভিযুক্ত পুলিশের তদন্ত কর্মকর্তা হিমেল চাকমা বলেন- আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে জেনে নিন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours