মোঃ মুবিনুল মুবিন, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রর সদস্যরা ৪ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারী আটক করা হয়েছে। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহ্নত একটি সিএনজি জব্দ হয়।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঘুমধুম ৬ নং ওয়ার্ড বাদলের দোকানের সামনে পাকা রাস্তা উপর অভিযান চালিয়ে তাকে গ্রফতার করা হয়।
পুলিশ সুত্র জানায়, গোপন সুত্রে খবর পেয়ে অভিযানকালে সিএনজি তল্লাশীর জন্য থামায়। এসময় গাড়ীর ভিতর অভিনব কায়দায় লুকায়িত ৪ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা।
এসময় পাচারকারী ও একটি সবুজ রঙের সিএনজি কক্সবাজার -থ ১১-৯০৩৫ জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি হলো কক্সবাজার জেলার সদর থানা উপজেলার ঝিলংঝা ইউনিয়নের মুক্তারকুলের আবদুচ সালামের পুত্র মুনির আলম ( ৪৯) ।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রজু করা হয়েছে এবং মাদকের বিরূদ্ধে অভিযান চলমান আছে ভবিষ্যতেও থাকবে।
+ There are no comments
Add yours