সীতাকুণ্ডে র‌্যাব’র অভিযান: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

Estimated read time 1 min read
Ad1

সুজন চৌধুরী ::

চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন জংগল সলিমপুর এলাকায় মশিউরের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ কয়েকজন চিহ্নিত দূর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, ছিন্নমূল জঙ্গল সলিমপুর এলাকায় শিবলুর সেমিপাকা চিনসেট ঘরে কতিপয় চিহ্নিত দুষ্কৃতিকারী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি টিম অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় পাঁচজনকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন – রফিকুল ইসলাম মালু (৪১), মোঃ সিরাজুল ইসলাম (৩৪),মোঃ হাসান (৩৫), জামাল শেখ (৪৭) ও মিজানুর রহমান কদর।

পরে গ্রেফতাকৃতদের নিয়ে র‌্যাব অস্ত্র উদ্ধারে অভিযান চালানো শুরু করলে সন্ত্রাসী শিবলুর নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে, লাঠি সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র‌্যাবের উপর অতর্কিত আক্রমন করে গ্রেফতারকৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে পাহাড়ী এলাকা থেকে গুলি বর্ষণ শুরু করলে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।র‌্যাবের পাল্টা জবাবেগুলি করতে করতে দূর্গম পাহাড়ের দিকে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এসময় ১০ টি দেশীয় আগ্নেয়াস্ত্র,১ টি বিদেশী আগ্নেয়াস্ত্র,১ টি ধারালো ছোরা এবং মোট ২২ রাউন্ড গুলি, মিলিটারী গেজেট, মিলিটারী পোশাক, মিলিটারী বাইনোকোলার ও অবৈধ ধাতব মুদ্রা উদ্ধার করে র‌্যাব।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে সীতাকুন্ডের জঙ্গল ছলিমপুর এলাকায় নিজেদের প্রভাব বিস্তার, চাঁদাবাজী, সরকারী জমি প্লট আকারে লোক জনের কাছে বিক্রয় করে টাকা আদায় করা।

এলাকায় গরীব বসতি লোক জনের নিকট হতে বিদ্যুতের মিটার না দিয়ে মশিউরের নিজ মিটারের মাধ্যমে বিদ্যুত সরবরাহ করে বিদ্যুতের সরকারী মূল্যের চেয়ে অনেক বেশি টাকা আদায় করত।

এছাড়াও এলাকায় ছিনতাই, চাঁদাবাজী এবং নিজেদের অপরাধকর্ম চালিয়ে যাওয়ার স্বার্থে মশিউর ও তার ছেলে শিবলু একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে।

গ্রেফতাটকৃত রফিকুল ইসলাম মালু (৪১) এর বিরুদ্ধে চট্টগ্রামের বায়েজিদ থানায় ১ টি, মোঃ সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৫ টি অস্ত্র মামলা, মোঃ হাসান (৩৫) এর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৭ টি, জামাল শেখ (৪৭) এর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১০ টি মামলা, মিজানুর রহমান কদর এর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১০ টিরও অধিক মামলা রয়েছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours