উলিপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক‌দের মানববন্ধন

Estimated read time 1 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামের উলিপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ, এমপিওভুক্তিসহ ৮ দফা দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার ০৯ ফেব্রুয়ারি দুপুরে উলিপুর উপজলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘন্টাখানিক মানববন্ধন করা হয়। বাংলাদশ স্বত্ত্র ইবতদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজাট উপজলার শাখা এই মানববন্ধনর আয়াজন কর।

এসময় বক্তব্য রাখেন শিক্ষক ঐক্যজাটের আহবায়ক আব্দুর রশীদ, সদস্য সচিব ফকরুল ইসলাম, শিক্ষক নেতা লিয়াকত আলী আকদ, আব্দুল কাদের, কাজী মা. আবুু তাহের, আলফ উদ্দিন, আব্দুল জবার, শফিকুল ইসলাম, আব্দুল মানান, ফজল কাদের, সাইফুর রহমান, মর্জিনা বেগম, শাহিনা আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, গত ৩৮বছর যাবৎ স্বত্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণ বেতন-ভাতা না পাওয়ার কারণে মানবতর জীবন যাপন করছেন।অতিদ্রুত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বত্ত্র ইবতদায়ী মাদরাসাগুলা জাতীয়করণ করার দাবী জানানাে হয়। এছাড়াও স্বত্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, মাদরাসাগুলার পাঠদানর অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহারসহ ৮ দফা দাবী বাস্তবায়নর দাবী জানানাে হয়।

মানববন্ধন ৮ দফা দাবী বাস্তবায়নর জন্য আগামি ১৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours