মোঃ জয়নাল আবেদীন,সীতাকুন্ড প্রতিনিধি :::::
ভাটিয়ারী ও সোনাইছড়ি ইউনিয়নের ৪ টি খালে বর্জ্য ও প্লাষ্টিক ফেলার সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর।সীতাকুন্ড ইউনিয়নের ৪ টি খালে অভিযানে প্রাথমিকভাবে জড়িত তিন ব্যক্তিকে শনাক্ত করেছে তদন্ত দল।
বৃহস্পতিবার সকাল ১০ টায় অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনের নেতৃত্বে একটি দল খাল গুলোতে অভিযান চালায়।দূষিত খালগুলো হলো সোনাইছড়ি ইউনিয়নের মদন হাট খাল,ভাটিয়ারী ইউনিয়নের ইছামতি,ধামাইল ও চিরিঙ্গা খাল।
এই বিষয়ে আশরাফ উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, খালগুলোতে অভিযান চালিয়ে পানিতে যথেষ্ট পরিমাণ প্লাষ্টিকের বর্জ্য ভাসতে দেখা গেছে।বর্জ্য ফেলার সঙ্গে কারা জড়িত অনুসন্ধান করে বের করার চেষ্টা করেছেন।
প্রাথমিকভাবে তিন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।এছাড়া আরো অনেক ব্যক্তিও কারখানার খালে বর্জ্য ফেলার সঙ্গে জড়িত বলে তাদের ধারণা।তবে কোন কোন কারখানা জড়িত তা নিয়ে অনুসন্ধান করছেন তারা।
তিনি আরো বলেন,তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ডাকা হবে।এরপর শুনানী শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।আপাতত স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটিকে খালে বর্জ্য না ফেলতে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি দেয়া হবে।
+ There are no comments
Add yours