মুজিবুল্লাহ আহাদ ::
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা পাঠশালা রাঙ্গুনিয়া উন্মুক্ত পাঠাগারের আয়োজনে অমর একুশে এক দিনে বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারী) রাঙ্গুনিয়া পাঠশালা উন্মুক্ত পাঠাগার এর উদ্যোগে একদিনে বইমেলা স্থান রাঙ্গুনিয়া কলেজ গেইটের বিপরীতে কুলকুমাই সন্তোষ বাবুর ঘাটা সংলগ্ন কাপ্তাই সড়কের পাশে দিনব্যাপী এই আয়োজনে রক্তাক্ত ফাল্গুন, স্লোগান ও বায়ান্ন নামে তিনটি স্টলে বই বিক্রি করা হয়।
যেখানে যথাক্রমে সর্বনিম্ন ৩০, টাকা ও ৫০ টাকা সহ সর্বোচ্চ ১০০ টাকা মূল্যের প্রায় দুই হাজার বইয়ে সমৃদ্ধ ছিল।
এছাড়া বইমেলা উপলক্ষে এদিন ফ্রি ব্লাড ক্যাম্পিংয়ের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় করে রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের সদস্যরা।বইমেলা উপলক্ষে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
পাঠশালা রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শিশির মোরশেদ ও মুহাম্মদ ইকবাল হোসেন খবর বাংলা টোয়েন্টিফোর কে জানান ,আমরা দ্বিতীয়বারের মত এই আয়োজনে এবার বড় পরিসরে করা হয়েছে।
সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বইপ্রেমিদের মিলনমেলায় পরিপূর্ণ ছিল এই মেলা।ভবিষ্যতে আরও বড় পরিসরে করার ইচ্ছে রয়েছে বলে তারা জানান।
+ There are no comments
Add yours