ভাষা শহীদদের শ্রদ্ধায় স্বরণ করলো বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ

Estimated read time 1 min read
Ad1

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্পণ-আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় শহীদ মিনারে পুষ্পার্পণ করে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। ভাষা শহীদদের প্রতি পুষ্পার্পণ এর মাধ্যমে ভাষার জন্য আত্মত্যাগকারী মহান সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, সচিব , বিভিন্ন রাজনৈতিক দল, বিদেশি কূটনীতিক, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা, এবং সর্বস্তরের রাজনৈতিক-অরাজনৈতিক, আর্থ সামাজিক সংগঠন এবং বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ।

বরাবরের ন্যায় এবারও বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ মহান ভাষা সৈনিকদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। উক্ত পুষ্পার্পণ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল শিকদার, সিনিয়র সহসভাপতি নাঈম বেপারী, সহ সভাপতি -ইন্জিনিয়ার মেহেদী হাসান, ফেরদৌসী বেগম পাপিয়া, মাহমুদুল হাসান তানভীর, আবদুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবুল আলম, সাদেকুর রহমান, ডাঃ মাহফুজ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন শেষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সাধারণ সম্পাদক সাংবাদিকদেরকে ব্রিফ করেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বায়ান্নর ভাষা শহীদদের স্মৃতিচারণ করেন। বায়ান্নর ভাষা আন্দোলনের জীবিত সৈনিকদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। রাষ্ট্রীয়ভাবে সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের জন্য সরকারকে আরো মনোযোগী এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। সবশেষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরবর্তীতে রাজধানীর এক রেষ্টুরেন্টে আলোচনা অনুষ্ঠান শেষে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours