মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে আসমা বেগম নামে এক তরুণীকে চাকরি ও বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগ উঠে এসেছে।অভিযুক্ত প্রশিক্ষকের নাম হাফিজুল করিম। তিনি উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক বলে জানান উপজেলা কমান্ডার মুজিবুর রহমান।
২৩ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১ টার দিকে সীতাকুণ্ড উপজেলা আনসার ভিডিপি অফিসে এসে ওই তরুণী ধর্ষনের অভিযোগ তুলেন।এসময় অফিসে এসে ভীড় জমায় তরুণীর সঙ্গে থাকা আত্বীয় স্বজন। স্থানীয়রা কর্মকর্তা হাফিজুল কে কার্যালয়ে আটকে রাখেন।
তরুণী বলেন, প্রশিক্ষণ অনুষ্ঠানে ২০২০ সালে হাফিজুলে’র সঙ্গে পরিচয় হয়।পরক্ষণে আনসার ভিডিপির দলনেতা বানানোর আশ্বাস দিয়ে ঢাকায় নিয়ে যান।সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক করে।এক পর্যায়ে আমি গর্ভবতী হয়ে গেলে সে ভ্রণ নষ্ট করে।২০ হাজার টাকাও নেই আমাকে দলনেতা বানানোর জন্য।প্রতিনিয়ত আমাকে সে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করত।
এছাড়া তিনি জানান গত কয়েকদিন আগে আনসার ভিডিপি প্রশিক্ষক হাফিজুল করিম তার নামে অপপ্রচার করায় লিখিত সাধারণ ডায়েরি করেন থানায়।এদিকে অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তার বিষয়ে মুখ খোলায় তারা আমার বিরুদ্ধে অপপ্রচার এবং ফাঁসানোর চেষ্টা করে বলে জানান হাফিজুল করিম।
+ There are no comments
Add yours