সীতাকুণ্ডে অবৈধভাবে চলছে গ্যাস সিলিন্ডার বিক্রির হিড়িক
মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রির রমরমা ব্যবসা বাণিজ্য চলছে।চায়ের দোকান,মুদির দোকান, ইলেকট্রনিক্সের দোকান,ওষুধের দোকান থেকে শুরু করে পানের দোকান এবং টংয়ের দোকানেও দশটির অধিক সিলিন্ডার রাখছেন দোকানীরা।বিস্ফোরক অধিদপ্তরের নিয়ম অনুযায়ী খুচরা দোকানে বিক্রির জন্য দশটি সিলিন্ডার গ্যাস রাখা যায়।দশটির অধিক সিলিন্ডার গ্যাস রাখতে হলে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স বাধ্যতামূলক।কিন্তু সীতাকুণ্ড উপজেলার ৯ টি ইউনিয়ন ও পৌরসভার কয়েকটি গ্রামে খুচরা সিলিন্ডার গ্যাস বিক্রেতারা অবৈধভাবে মারাত্মক ঝুঁকি নিয়ে রমরমা ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
কোন প্রকার বাধা ছাড়াই আইনের তোয়াক্কা না করে গ্যাস সিলিন্ডার বিক্রির কারণে চরম ঝুঁকির সম্মুখীন হতে পারে বিক্রেতা,ক্রেতা ও পথচারীরা।এছাড়া বিভিন্ন জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গুদামজাত করা হচ্ছে সিলিন্ডার গ্যাস।
নিয়ম অনুসারে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুদ স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় ও পর্যাপ্ত আলো বাতাসের প্রয়োজন হয়।এক্ষেত্রে জ্বালানি অধিদপ্তরের লাইসেন্স,ফায়ার সার্ভিসের লাইসেন্স,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়ার বিধান রয়েছে।কোন লাইসেন্স ছাড়াই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিক্রেতারা দাপটের সাথেই বিক্রি ও দশটির অধিক সিলিন্ডার গ্যাস মজুদ রাখছেন।
সরেজমিনে দেখা যায়,সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া,ইদিলপুর,সোবহান বাগের গোডাউন রোড,শিবপুর সহ কয়েকটি গ্রামে এবং উপজেলার দারোগার হাট,মুরাদপুর, বাঁশবাড়িয়া, কুমিরা,বাড়বকুণ্ড,মাদাম বিবির হাট সহ বেশ কয়েকটি খুচরা দোকানে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস বিক্রি ও মজুদ করছে দোকানীরা।
এই বিষয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোঃ নুরুল আলম খবর বাংলাকে বলেন,অবৈধভাবে সিলিন্ডার গ্যাস বিক্রি ও মজুদের বিষয়ে মনিটরিং চলছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন খবর বাংলাকে বলেন,এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি,অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে খুচরা দোকানে ১০ টির অধিক গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুদ রাখার বিষয়ে জানতে চাইলে আইনের বিষয়ে জানেন না বলে জানান বিক্রেতা।কেউবা আবার লাইসেন্স ছাড়া দশটির অধিক সিলিন্ডার গ্যাস মজুদ ও বিক্রির বিষয়ে অবগত থাকলেও কৌশলে এড়িয়ে যান।
স্থানীয়দের মতে, গ্যাস সিলিন্ডার মজুদ করার স্থানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ও পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও বিক্রেতারা তবুও মারাত্মক ঝুঁকি নিয়ে রমরমা ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এতে বড় ধরনের দুর্ঘটনার শিকার হলে মানুষের প্রাণনাশের হুমকি রয়েছে।কোন প্রকার লাইসেন্স ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুদকরণ চরম হুমকির সম্মুখীন হতে পারে বলে জানান।সীতাকুণ্ড উপজেলা প্রশাসনকে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
+ There are no comments
Add yours