২১ ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে ভাষা আন্দোলনে বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে এদেশের সাহসী তরুণরা। তাদের রক্তের বিনিময়ে পাওয়া ভাষার মাস ২১শে ফেব্রুয়ারি আসলে বর্তমান প্রজন্ম যেন বিজাতীয় সংস্কৃতির অসুস্থ প্রতিযোগিতায় নেমে পড়ে। উচ্চস্বরে শব্দদূষণ আর হিন্দি গানের ফাঁকে হারিয়ে যায় একুশের আহ্বান। আর এই অপসংস্কৃতি রূখতে কান্ডারীর ব্যতিক্রমধর্মী আয়োজন “ভাষাকে উপলদ্ধি করি ভাষার মাসে”।
প্রতি বছরের ন্যায় এবছরও নগরীর চান্দগাঁও থানার অন্তর্গত মোহরা এ,এল খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনার বর্ণমালার মাধ্যমে সুসজ্জিত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কান্ডারী।
এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ কামরুল হাসান শাকিল জানিয়েছেন, নিজের সংস্কৃতিকে, নিজের ভাষাকে নিজেরই রক্ষা করা উচিত। আর তার সূচনা হবে তারুণ্যের হাত ধরে।
সেজন্যই রাত ১২ টার আগে শহীদ মিনারে দেয়ালিকা, হাতে বানানো অক্ষর এবং রাত ১২টার পর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আমরা ৫২ এর আবহ তৈরির ক্ষুদ্র চেষ্টা চালিয়েছি। জানিনা তাতে আমরা কতটুকু সফল, তবে শতভাগ দেশপ্রেম ও ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসার ঘাটতি ছিলো না সেটা আমাদের বিশ্বাস।
উপরোক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলো সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক ফখরুল সাজ্জাদ, কার্যনির্বাহী সদস্য মিঠু চৌধুরী,অয়ন দাশ,ওমর ফারুক রাসেল, রাশেদুল আলম,অর্ণব মল্লিক,নিশাত, আদনান,নাঈম প্রমুখ।
+ There are no comments
Add yours