কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধামে দর্শনার্থীদের ঢল

Estimated read time 1 min read
Ad1

মোঃ জয়নাল আবেদীন, সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা উপলক্ষে হাজার হাজার দর্শনার্থীর ঢল নেমেছে।প্রতি বছর বাংলা সনের ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে এই মেলা শুরু হয়।শিশু কিশোর থেকে শুরু করে ষাটোর্ধ্ব বৃদ্ধ বা বৃদ্ধরা লাঠি হাতে চন্দ্রনাথ ধামে পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠছেন।এসময় কোমলমতি শিশুদের অভিভাবকদের কোলে দেখা মেলে।পবিত্রতা ও আত্বশুদ্ধির মাধ্যমে স্বর্গীয় শান্তির উদ্দেশ্যে প্রবল আত্মবিশ্বাস নিয়ে পাহাড়ের চূড়ায় আরোহণ করেন দর্শনার্থীরা।ভারত উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শিবচতুর্দশী মেলা।এই ধর্মীয় উৎসবে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের এই সময়ে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রান হিন্দু সম্প্রদায়ের মানুষ ভীড় জমায়।

২৮ ফেব্রুয়ারি সোমবার অমাবস্যার রাত ২:৫০ মিনিট ৪৪ সেকেন্ড,১ লা মার্চ মঙ্গলবার রাত ১ টা ৭ মিনিট ৪৭ সেকেন্ড তিথী শেষ হবে। পবিত্রতা লাভের আশায় ব্যাসকুন্ডে স্নানের পর শিব দর্শনে পাহাড়ের চূড়ায় ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজায় মগ্ন থাকবেন দর্শনার্থীরা।

দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকেন Rab,পুলিশ,আনসার বাহিনীর সদস্য,ফায়ার সার্ভিস টিম,মেডিকেল টিম সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।প্রচন্ড ভীড়ের মধ্যে যাতে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পারে একারণে সাদা পোশাকে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত থাকেন।

সীতাকুন্ড শিবচতুর্দশী মেলায় আগত দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে শংকর মঠ সহ অন্যান্য ধর্মীয় মন্ডব।ব্যাসকুন্ড পুকুর,শংকর মঠ,সীতা মন্দির,হনুমান মন্দির,সম্ভুনাথ মন্দির,বীর পক্ষ মন্দির এবং বিশ্বনাথ মন্দির হিন্দু সম্প্রদায়ের মূল আকর্ষণ। চারদিকে উলু উলু ধ্বনিতে,কেউ রাম রাম,কেউ বাবা ভোলানাথ,কেউ বাবা জগদীশ,কেউ জয় মা কালী বলে আওয়াজ তোলেন।

আগত দর্শনার্থীরা বলেন,স্বর্গ লাভের আশায় ব্যাসকুন্ডে স্নানের পর শিব দর্শনে পাহাড়ের চূড়ায় উঠলাম।নিঃসন্দেহে এই দিনটি আমাদের জন্য অতিব গুরুত্বপূর্ণ।ঈশ্বরের কাছে প্রার্থনা করি,যেন সৎকর্ম করতে পারি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours