
আজিজুল হক চৌধুরীঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে আর্থিক সহায়তা পেল বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার। আজ ২২ আগস্ট, শনিবার সকালে এসব পরিবারের মাঝে সরকারি অনুদানের ৬ লক্ষ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেকগুলো বিতরন করেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ জনাব মোছলেম উদ্দিন আহমদ।
ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্যহাতির আক্রমণে নিহত ৪ জনের প্রত্যেক পরিবারকে ১ লক্ষ টাকা, আহত ১ জনকে ৫০ হাজার, এবং ফসলের ক্ষতির জন্য ১ জনকে ১৫ হাজার, ২ জনকে ২০ হাজার, ৫ জনকে ২৫ হাজার করে মোট ৬ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম ও উপজেলা প্রশাসন, বোয়ালখালী এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে,
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ অফিসার মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইনসহ অন্যান্যরা।
এসময় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেন, অনেক সময় হাতি তাদের খাবার না পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে বাড়ী ঘরে হামলা চালায়, বন্যপ্রাণীর চলাচল রাস্তা যেন কোনভাবে বন্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সর্তক থাকতে হবে।
+ There are no comments
Add yours