সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে ;বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার

Estimated read time 1 min read
Ad1

 

নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের বিগত কয়েকদিন ধরে কয়েকটি ঘটে যাওয়া কয়েকটি নৃশংস ঘটনা এবং ঘটনা প্রবাহে জেলা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান স্পষ্ট,এরই ধারাবাহিকতায় (৬ই মার্চ২২ইং) রবিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম সন্ত্রাসী গোস্টিকে হুশিয়ারি দিয়ে বলেন কোন সন্ত্রাসী গোষ্টিকে বান্দরবানে থাকতে দেয়া হবে না। সন্ত্রাসীদের কোন কার্যক্রমকে কেউ পছন্দ করে না, কোন সন্ত্রাসী দল পার্বত্য এলাকায় বেশিদিন স্থায়ীভাবে ঠিকে থাকতে পারবে না।

এসময় তিনি আরো বলেন, সন্ত্রাসীদের কয়েকটি দল পার্বত্য এলাকার বিভিন্নস্থানে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকান্ডেরমত নৃশংস ঘটনা ঘটাচ্ছে, তবে তাদের জীবন ক্ষণস্থায়ী। এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি করে আর হত্যার শিকার হয়ে জীবন দেয় অনেক সন্ত্রাসী।

এসময় পুলিশ সুপার জেরিন আখতার আরো বলেন, পার্বত্য এলাকার সব স্থানে সড়ক ব্যবস্থা নেই, অনেক স্থানে মোবাইল নেটওর্য়াক নেই, তাই সব খবর দ্রুত পাওয়া যায়না ফলে পুলিশও দ্রুত ঘটনাস্থলে যেতে পারে না, পুলিশ যেকোন সংবাদ পেলে সে সংবাদের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে গিয়ে কাজ করছে পুলিশ।তিনি সাংবাদিকদের পুলিশকে তথ্য প্রদান করে সঠিক ব্যাবস্থা গ্রহনে একসাথে কাজ করার আহ্বান জানান।

এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল কুদ্দুছ ফরাজী, অশোক কুমার পাল,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

 

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours