মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি ::
ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ৭ ই মার্চ সকাল ১১:৩০ মিনিটে সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।এছাড়া জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী মীর শাহিন কাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ১৮ মিনিটের বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন,সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আক্তার,উপজেলা যুব কর্মকর্তা মোঃ শাহ আলম সহ উপজেলা পরিষদ দপ্তরের কর্মকর্তাগণ।অনুষ্ঠানে বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৮ মিনিটের ভাষন বাঙালি জাতির জন্য অনুপ্রেরণার।
তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।সেই ঐতিহাসিক ভাষণে তিনি সশস্ত্র সংগ্রামের কথা বলেননি,১৮ মিনিটের ভাষনে বলিষ্ঠ কন্ঠস্বরে মুক্তির কথা বলে গেছেন।বঙ্গবন্ধু কারণেই আজ আমাদের এই প্রেক্ষাপট পেয়েছি।এসময় জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বক্তারা।
+ There are no comments
Add yours