মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।উক্ত অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ৯ ই মার্চ উপজেলার বড় দারোগার হাট বাজার এলাকায় সকালে এই অভিযান চালানো হয়।অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জানা গেছে,চালে পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০২১ এর অধীনে চালের গুদামের মালিক আশুতোষ পালকে হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধীনে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভুঁইয়া স্টোরের মালিক মোঃ অহিদুল ইসলামকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করার জন্য দুলাল মিষ্টি ভান্ডার এর হারাধন চন্দ্র পাল’কে ১০ হাজার টাকা,ভবন মিষ্টি কারখানার ভবন ঘোষ’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ইউএনও মোঃ শাহাদাত হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন,পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও বাজার মনিটরিং এর উদ্দেশ্যে বড় দারোগার হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ সামছুন্নাহার স্বর্ণা,উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ফাতেমা আক্তার,মডেল থানা পুলিশের একটি দল।
+ There are no comments
Add yours