বোয়ালখালীতে শিশু মাশফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Estimated read time 1 min read
Ad1

বোয়ালখালী প্রতিনিধি 

 

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্র খুনের রহস্য উদঘাটন এবং হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসি।

বুধবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন বোয়ালখালীর সর্বস্তরের মানুষ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, এস এম কাজেম, সাদ্দাম মেম্বার, হাবিব মিয়াজী,সাজু খাঁন,আসাদ তালুকদার, আবদুল হামিদ রাসেল, নিজাম উদ্দিন, দিদারুল ইসলাম নোটন, ফজলুল রহমান খান, ইমতিয়াজ উদ্দীন মুন্না প্রমূখ।

এসময় বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টার নিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণকারীরা নৃশংস ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তম‍ূলক শাস্তি দাবি করেন।

এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, মানুষ কতটা অমানুষ হলে নির্মম অত্যাচার করে নিষ্পাপ শিশু মাশফিকে হত্যা করতে পারে। সরকার এবং আইন প্রয়োগকারী সংশ্লিষ্টদের কাছে দাবি রাখছি, সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য।

প্রসঙ্গত, গত শনিবার ৫ই মার্চ চরণদ্বীপ দরবার শরীফ পরিচালিত আল্লামা শাহসুফী অছিয়র রহমান (ক.) মাদ্রাসার ছাত্র ইফতেখার মালিকুল মাশফিকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। হেফজখানার স্টোর রুম থেকে কম্বল মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়। এরপর শনিবার রাতে নিহতের মামা মাসুদ খান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এঘটনায় তিন শিক্ষককে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours