ঘুমধুমে র‍্যাব-১৫’র অভিযান বিদেশী মদ-বিয়ারসহ মংকিছা তংচঙ্গা আটক

Estimated read time 1 min read
Ad1

 

নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে র‌্যাব-১৫’র অভিযানে ১৫০ বোতল বিদেশী মদ ও ৮১ ক্যান বিদেশী বিয়ারসহ এক উপজাতি মাদক কারবারি আটক করা হয়েছে। র‍্যাব জানায়, মার্চ ৮ রাত সাড়ে ৯ টায় ঘুমধুম ইউনিয়নের তুমব্রু হেডম্যান পাড়ার ছুরখ্যাচরনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন র‍্যাব-১৫’র একটি অভিযানিক দল বিষয়টি বুধবার ৯ মার্চ জানাজানি হয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে উক্ত এলাকার মংকিছা তংচঙ্গা(৫০) কে আটক করা হয়।সে উপজেলা ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত মংলাউ তংচঙ্গা ও পুমাউ তংচঙ্গা দম্পতির ছেলে।এসময় ধৃতের স্বীকারোক্তিতে তার দেহ, ঘরে ও আশপাশে তল্লাশী চালিয়ে ১৫০ বোতল বিদেশী মদ এবং ৮১ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ সংক্রান্তে ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে, এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন,র‍্যাব-১৫’র সহকারী পরিচালক(মিডিয়া) আবু সালাম চৌধুরী।

 

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours