নিয়মিত টিকাদান কর্মসূচির পরেও বিভিন্ন কারণে বাদ পড়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য টিকাদান কর্মসূচি ১৩ই মার্চ (আজ) রোববার থেকে পুনরায় শুরু হচ্ছে। নগরীর চট্টেশ্বরী সড়কের সিজিএস (চট্টগ্রাম গ্রামার স্কুল-ন্যাশনাল কারিকুলাম) কেন্দ্রে আজ থেকে এ টিকাদান চলবে।
এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী ও জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল আলম হোসাইনী। সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গিয়েছে, ১২ থেকে ১৮ বছরের কোন শিক্ষার্থী টিকা না পেয়ে থাকলে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিষয়টি জেলা শিক্ষা অফিসে অবহিত করতে হবে।
জেলা শিক্ষা অফিসের তালিকা অনুযায়ী পরবর্তীতে বাদ পড়া ওই শিক্ষার্থী কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। এছাড়া কোন শিক্ষার্থীর বয়স এই সময়ে (চলতি মার্চ বা পরবর্তী মাসগুলোতে) ১২ বছর পূর্ণ হলে, তারাও স্ব-স্ব স্কুলের মাধ্যমে জেলা শিক্ষা অফিসে তালিকা পাঠাবে। এই প্রক্রিয়ায় তারাও কেন্দ্রে গিয়ে টিকা নেয়ার সুযোগ পাবে।
জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল আলম হোসাইনী জানান, শিক্ষার্থীদের এই টিকাদান যেহেতু চলমান থাকবে, সেহেতু কোনো শিক্ষার্থীর বয়স ১২ বছর পূর্ণ হলেই তারাও টিকা নিতে পারবে। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তথ্য জেলা শিক্ষা অফিসকে পৌঁছে দিবে।
এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা এক মাস, ২০ দিন বা ১৫ দিনের জন্য বয়স ১২ বছর পূর্ণ হয়নি। যার কারণে এতদিন তারা টিকা নিতে পারেনি। এখন এসে অনেকের বয়স ১২ বছর পূর্ণ হচ্ছে। নতুন এই সিদ্ধান্তের কারণে এখন থেকে ১২ বছর চলমান শিক্ষার্থীরাও টিকার আওতায় আসবে। কোনো শিক্ষার্থীর বয়স ১২ বছর পূর্ণ হলেই টিকা গ্রহণের জন্য নিজ স্কুলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে হবে।
সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, কোনো শিক্ষার্থী টিকা কার্ড নিয়ে কেন্দ্রে চলে আসলে আমরা তাকেও টিকা প্রদানের নির্দেশনা দিয়ে রাখি। মোটকথা কোনো শিক্ষার্থী কেন্দ্রে আসলে আমরা তাকে ফিরিয়ে দিচ্ছি না। সেও টিকা নিতে পারবে।
টিকা গ্রহণে শিক্ষার্থীদের জন্য সিজেকেএস কেন্দ্রটি চলমান থাকবে। প্রথম দিন (আজ) জেলা শিক্ষা অফিসের তালিকাকৃত ১৫টি স্কুলের প্রায় ২ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করে দ্বিতীয় ডোজের পাশাপাশি বাদ পড়া শিক্ষার্থীদের প্রথম ডোজও দেয়া হবে।
+ There are no comments
Add yours