দেশে পৌঁছেছে ইউক্রেনে রকেট হামলায় নিহত হাদিসুরের মরদেহ

Estimated read time 1 min read
Ad1

 

 

 

 

 

 

 

খবর বাংলা ডেস্ক
ইউক্রেনে রকেট হামলায় নিহত, বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে।

সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (টিকে-৭২২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ১১ মার্চ হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে মলদোভায় পৌঁছায়। সেখান থেকে মরদেহ শনিবার সকালে রোমানিয়ায় পৌঁছায়।

রোমানিয়া থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে তার মরদেহ রোববার ঢাকায় আসার কথা ছিল। তবে অতিরিক্ত তুষারপাতের কারণে ফ্লাইটটি বাতিল করা হয়।

উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা জাহাজ বাংলার সমৃদ্ধি রকেট হামলার শিকার হয়। এতে নিহত হন নাবিক হাদিসুর।

পরে জাহাজ থেকে ২৮ নাবিকসহ হাদিসুরের মরদেহ নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়।

এর আগে, গত ৯ মার্চ উদ্ধার হওয়া নাবিকদের দেশে ফেরত আনা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours