জয়নাল আবেদীনঃ
সোমবার ১৪ মার্চ সকাল ১১ টায় উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রে আইপি এম প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানব সম্পদ উন্নয়নের অংশ হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
কৃষক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিব উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুচ্ছাফা সহ আরো অনেকে।
কৃষি কর্মকর্তা হাবিব উল্লাহ জানান,সমন্বিত বালাই ব্যবস্থাপনা পরিবেশকে দূষণমুক্ত রেখে প্রয়োজনে এক বা একাধিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফসলের ক্ষতিকারক পোকা ও রোগ বালাইকে অর্থনৈতিক ক্ষতি সীমার নিচে রেখে পরিবেশ যাতে দূষিত না হয় সেটাই আইপি এম পদ্ধতি বলে জানান তিনি।
এছাড়া তিনি বলেন,সীতাকুণ্ডের সবজি দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়।সবজির বীজ যাতে বালাইনাশক ও বিষমুক্ত থাকে সেজন্য কৃষকদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।এতে ৩০ জন কৃষক উপস্থিত ছিলেন।পর্যায়ক্রমে আরো ৩০ জন কৃষককে দুটি ব্যাচ করে প্রশিক্ষণ দেয়া হবে।
+ There are no comments
Add yours