খবর বাংলা ২৪ ডেস্ক
আগামী ২৫ মার্চ, ২০২২ পর থেকে কোনো প্রতিষ্ঠানে পলিথিন পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।
আজ (১৪ই মার্চ) সকালে রিয়াজউদ্দিন বাজারে পলিথিন ব্যবহার বন্ধে পরিচালিত প্রচারণা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
মেয়র বলেন, শুধুমাত্র বন্দর নগরী চট্টগ্রামে দৈনিক এক কোটিরও বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়। এসব পলিথিনের কারণে নালা-নর্দমা, ড্রেন, খাল, ডোবা ইত্যাদি ভরাট হয়ে যায়। ফলে পানির প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। ফলস্বরূপ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার স্বীকার হচ্ছে নগরবাসী। তাই জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য আসুন আমরা সবাই পলিথিনকে না বলি।
মেয়র বলেন, সরকার ইতোমধ্যে পলিথিনের কারখানা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। এভাবে সকল পাইকারি বাজারে পলিথিন বিক্রি বন্ধ হলে একটি আধুনিক পরিবেশ বান্ধব শহরে পরিণত হবে বন্দর নগরী চট্টগ্রাম।
ক্ষোভ প্রকাশ করে মেয়র বলেন, পলিথিন বা প্লাস্টিক ব্যবহারের কুফল বা ক্ষতিকর বিষয়ে নগরবাসীকে বারবার সচেতন করা হলেও বিষয়টি অনেকে মানছে না। পলিথিন ব্যবহারের ব্যাপারে চসিক কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়ার পর ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। তাই আগামী ২৫ মার্চের আগে পলিথিন যাদের আছে তা সরিয়ে নিয়ে বিকল্প চটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে শেষ সময়সীমা বেঁধে দেয়া হলো। এরপর যাদের কাছে পলিথিন পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
+ There are no comments
Add yours