বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন কে : প্রধানমন্ত্রী

Estimated read time 1 min read
Ad1

খবর বাংলা ২৪ ডেস্ক

বিগত বছর ডিসেম্বর মাসে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ আয়োজিত হয়।

উক্ত সংলাপে বিএনপি অংশগ্রহণ না করার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‌‘রাষ্ট্রপতি যখন আমাদের সবাইকে সংলাপে ডাকলেন। গেলাম।

কিন্তু বিএনপি যায়নি। তারা আসলে যাবেই-বা কী? তারা ক্ষমতায় গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবেন? কে নেতৃত্ব দেবেন? একজন হচ্ছেন এতিমের টাকা খেয়ে সাজাপ্রাপ্ত।

আরেকজন ১০ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ আরও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পালাতক।’

মঙ্গলবার (১৫ মার্চ) গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সভায় ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুর বশর মাইজভান্ডারী।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

গণতান্ত্রী পার্টির শাহাদাত হোসেনসহ ১৪ দলের নেতৃবৃন্দ অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours