খবর বাংলা ২৪ ডেস্ক
করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের যাত্রীবাহী ট্রেন।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক শাহাদাত আলী সরদার জানিয়েছেন ট্রেন চালু করতে ভারতের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে।
তিনি জানান, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে আগামী রোববার (২০ মার্চ) আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সমস্যা দেখা না দিলে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ ট্রেন চালু হতে পারে বলে জানান তিনি।
ঢাকা-কোলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস প্রায় ২৫ মাস ধরে বন্ধ রয়েছে
উভয় দেশে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও করোনাকালে বাংলাদেশ-ভারতে রেলপথে পণ্য পরিবহন চালু ছিল।
+ There are no comments
Add yours