খবর বাংলা ২৪ ডেস্ক
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যে ঝুঁকি নিয়ে কিয়েভ গিয়েছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী।
কারফিউ চলাকালীন তিন প্রধানমন্ত্রীর এ সফরের মূলহোতা ছিল পোল্যান্ড।
ইউরোপীয় ইউনিয়নের দিক থেকে নিরাপত্তা ঝুঁকির সতর্কবাণী সত্ত্বেও তারা এই সফর করেছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় কারফিউ জারি হবার পর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন তিন প্রধানমন্ত্রী।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি বলেন, নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে ইউক্রেনের রাজধানীতে।
এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আপনাদের এই সফর ইউক্রেনের প্রতি শক্তিশালী সমর্থনের বহিঃপ্রকাশ।
এদিকে ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে নো ফ্লাই জোন ঘোষণা করতে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়ে আসছে জেলেনস্কি।
তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর আশঙ্কায় বিষয়টি কর্ণপাত করছে বিশ্বনেতারা।
+ There are no comments
Add yours