ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামে পানি শোধনাগার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Estimated read time 1 min read
Ad1

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শেখ হাসিনা পানি শোধনাগার-২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

বুধবার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বেতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে পানি শোধনাগারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকোশলী এ কে এম ফজলুল্লাহ।

 

ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানান, শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প-২ চট্টগ্রাম ওয়াসার একটি মেগা প্রকল্প। এটি জাপানের জাইকা, বাংলাদেশ সরকার ও চট্টগ্রাম ওয়াসার যৌথ অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পে মোট ব্যয় হয় ৪ হাজার ৪৯১ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে জাইকা ৩ হাজার ৬২৩ কোটি ২৮ লাখ টাকা, বাংলাদেশ সরকার ৮৪৪ কোটি ৮০ লাখ টাকা এবং চট্টগ্রাম ওয়াসা ২৩ কোটি ৭ লাখ টাকা অর্থায়ন করে। রাঙ্গুনিয়ার গোডাউনস্থ সরফভাটা এলাকায় কর্ণফুলী নদী থেকে পানি উত্তোলন করে পরিশোধনের পর পাইপ লাইনের মাধ্যমে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে রিজার্ভার এবং হালিশহরে এলিভেটেড ট্যাংকের মাধ্যমে গ্রাহকদের মধ্যে পানি সরবরাহ করা হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours