ইউক্রেনে যুদ্ধাপরাধ করছেন পুতিন;বাইডেন

Estimated read time 1 min read
  • আন্তর্জাতিক ডেস্ক
Ad1

ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধাপরাধ করছেন পুতিন।

বাইডেনের এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এধরনের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য’ বলে বর্ণনা করেছেন। এর আগে মঙ্গলবার পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করে নিন্দা প্রস্তাব পাস করে মার্কিন সিনেট। এসময় কংগ্রেসের সব সদস্য ঐক্যবদ্ধভাবে প্রস্তাবের পক্ষে ভোট দেয়। সিনেটে নিন্দা প্রস্তাবটি উত্থাপন করেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। দু’দলের সিনেট সদস্যরাই প্রস্তাবটিকে সমর্থন করেন।

প্রেসিডেন্ট বাইডেন মন খুলে কথা বলেছেন। টেলিভিশনে যা দেখেছেন তার ওপর ভিত্তি করে তিনি এই কথা বলছেন। পুতিন যা করছেন তা একটি স্বাধীন দেশের ওপর নৃশংস স্বৈরতান্ত্রিক আক্রমণ। এটি বর্বরতা।

বিবিসি জানিয়েছে, বুধবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠান শেষে এক সাংবাদিকের প্রশ্ন করেছিলেন, এ পর্যন্ত যা যা ঘটতে দেখা গেল, তাতে পুতিনকে যুদ্ধাপরাধী বলতে বাইডেন প্রস্তুত আছেন কি না।

উত্তরে বাইডেন প্রথমে বলেন ‘না’, এরপর তাৎক্ষণিকভাবে মন বদলে বলেন, “আমি জানতে চাইছেন আমি তাকে সেটা বলব কি না…? ওহ, আমি মনে করি সে একজন যুদ্ধাপরাধী।”

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এতদিন বাইডেন কখনো পুতিনকে সরাসরি ‘যুদ্ধাপরাধী’আখ্যায়িত করেননি। তবে বুধবার তার ওই মন্তব্যের পর হোয়াইট হাউজ বলেছে, তিনি মন থেকেই ওই মন্তব্য করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেয়া ভাষণে ওয়াশিংটনের কাছে আরও সাহায্য চাওয়ার পরপরই বাইডেনের ওই মন্তব্য আসে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি পরে সাংবাদিকদের বলেন, “তিনি মন থেকেই এ কথা বলেছেন। টেলিভিশনে যা আমরা দেখছি, সেটাই বলেছেন।”

 

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আলাদাভাবে একটি আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করছে বলে জানান সাকি।

বাইডেন ইতোমধ্যে ইউক্রেইনের জন্য আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন, তাতে যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ দাঁড়ালো ১ বিলিয়ন ডলারে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours