খবর বাংলা ২৪ ডেস্ক
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ, চট্টগ্রাম মহানগর শাখা।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালন ও বক্তব্যঃ
বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাফিজ উদ্দীন এর সভাপতিত্বে
ও যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মিঠুনের সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সেলিম উল্লাহ বাচ্চু,
বিশেষ অতিথি হিসেবে সাবেক কাউন্সিলর আলহাজ্ব হাবিবুর রহমান, স্বেচ্চাসেবক লীগের উপদেষ্টা সাদেক হোসেন পাপ্পু, স্বেচ্চাসেবক লীগ নেতা সিরাজ হোসেন ও আজাদ উল্লাহ নিজাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সেলিম উল্লাহ বাচ্চু বলেন,
“আজ ১৭ মার্চ বাঙালী জাতির প্রাণ পুরুষ, বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস।
তাঁর কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে। বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন, তিনি বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক, মুক্তির দূত।
আমি গর্বিত বাংলাদেশ আওয়ামীলীগ একজন কর্মী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে। সেইসাথে আমি গর্বিত আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একজন কর্মী।”
প্রধান আলোচক সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম বলেন, বঙ্গবন্ধু একটা ইতিহাস।
বঙ্গবন্ধুকে নিয়ে জানার শেষ নেই। বঙ্গবন্ধু আমাদের চেতনা ও আদর্শ। বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতির জনকের নীতি ও আদর্শ এর বিকল্প নেই।
নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানার আহ্বান জানিয়ে বলেন, এলাকার যে সকল নেতা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর উন্নয়ন জনগনের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু একটা লাইব্রেরী ।
আমরা বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যেগে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরার জন্য বঙ্গবন্ধু লাইব্রেরী গড়ে তুলেছি। ওখান থেকে প্রতি শুক্রবার ক্লাস করা হবে।
+ There are no comments
Add yours