খবর বাংলা ২৪ ডেস্ক
শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে,
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ জন।
এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতাল রোগী শুন্য। ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি আছে ২জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত হাসপাতালে সর্বমোট ১৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫৩ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই।
২০১৯ সালে দেশে এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন।
করোনা মহামারির মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে গত বছরের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
+ There are no comments
Add yours