
খবর বাংলা ২৪ ডেস্ক
শিক্ষার্থীদের করোনাকালীন পড়ালেখার ঘাটতি পোষাতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে।
তবে এক শিক্ষাবর্ষে এই ক্ষতি কাটিয়ে ওঠা যাবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মণি।
শনিবার (১৯ মার্চ) ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল বিমান বন্দরে যাত্রা বিরতীকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে পাঠদান শুরু হয়েছে।
করোনাকালে অনলাইনে ৬০ ভাগ এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে ৯৩ ভাগ শিক্ষার্থীকে লেখাপড়ায় সংযুক্ত রাখা হয়েছে।
এসাথে করোনাকালীন ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

+ There are no comments
Add yours