এম হেলাল উদ্দিন নিরব
চন্দনাইশ – চট্টগ্রাম
দক্ষিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সাতবাড়ীয়ায় সাবেক ইউপি সদস্য কতৃক দীর্ঘদিন ধরে সাধারন মানুষের উপর হয়রানি, ভূমি দস্যু,সন্ত্রাসী,চাঁদাবাজি,এলাকার নিরহ জনগনকে
প্রশাসনের ভয়ভীতি প্রদর্শন ও একাদিক ব্যাক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদ জানিয়ে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ৭নং ওর্য়াডের সাবেক মেম্বার নেয়াজুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ (১৯ মার্চ) শনিবার সকালে উপজেলার সাতবাড়ীয়া বৈলতলী বরমা সড়কের নগর পাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্টিত হয়।
এ সময় নগর পাড়া এলাকার মো.নুরুল আলম সওদাগরের নেতৃত্বে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাতবাড়ীয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি লিপি আকতার। মো.আয়ূব আলীর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বদিউল আলম,মো আকতার হোসেন,মো. জাহেদ, হাফেজ আহামদ সওদাগর, ছালে আহামদ,আবু বক্কর, সোনা মিয়া মো. রাজা মিয়া ,বাদশা মিয়া,মোজাম্মেল হক,আবদুল মন্নান,মো মোকাম্মেল হক,অহিদুর রহমান খোকন ,মো.বেলাল আলমগীর ,সোলাইমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নেয়াজুর রহমান একজন এলাকার প্রভাবশালী ব্যক্তি। তিনি বহুদিন পূর্বে সাতবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। মেম্বার থাকাকালিন তিনি এলাকায় সাধারন জনগনকে মিথ্যা মামলা দিয়ে নানার রকম হয়রানী স্বীকার করেন।
অত্র এলাকায় কেউ বাড়ীঘর, ব্যবসা বানিজ্য করতে চাইলে নেয়াজুর রহমান বহিরাগত সন্ত্রাসী নিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের চাদাঁ দাবি করে থাকেন। এ ব্যাপারে নুরুল আলম নামের এক ব্যাক্তি বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মোবাইল ফোনে সাবেক মেম্বার নেয়াজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
+ There are no comments
Add yours