ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’

Estimated read time 1 min read
Ad1

আন্তর্জাতিক ডেস্ক

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। সোমবার সকালের মধ্যে তা ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আছড়ে পড়বে দ্বীপপুঞ্জে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৮০ কিলোমিটার। ভারতে আঘাত হানতে যাওয়া চলতি বছরের প্রথম এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। একই সঙ্গে উপকূলীয় অঞ্চল থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

ঘূর্ণিঝড় ‘অশনি’ মঙ্গলবার (২২ মার্চ) উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছাবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। এর আগে, গত বছরের শেষে ভারতের বেশ কয়েকটি রাজ্যে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours