খবর বাংলা ২৪ ডেস্ক
ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় আজ (২২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৭৯ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ১৯৭ পয়েন্ট।
সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২২ মার্চ বাজারে ৩৭৭টি প্রতিষ্ঠানের ২৩ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৯৩৭টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।
এর মধ্যে ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৭৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫৭ কোটি ৬০ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার।
এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার।
ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার।
এরপর ছিল আমরা টেকনোলজি, ভিএফএস থ্রেড, সোনালী পেপার, ওরিয়ন ফার্মা, বিডিকম, দেশ জেনারেল গার্মেন্টস, বিএসসি, স্কয়ার ফার্মা এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড।
অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক বেড়ে ১৯ হাজার ৮১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে ১৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
এ বাজারে লেনদেন হয়েছে ২২ কোটি ৮ লাখ ১৯ হাজার ৮৭০ টাকার শেয়ার।
এর আগের দিন লেনদেন হয়েছে ১৭ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৬৭১ টাকার শেয়ার।
+ There are no comments
Add yours